চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকরাম চৌধুরী আর নেই
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকরাম চৌধুরী (৫৫) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার ভোররাত সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমণ্ডির জেনারেল অ্যান্ড কিডনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। ইকরাম চৌধুরীর ছোট ভাই চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আরটিভির স্টাফ রিপোর্টার শরীফ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
ইকরাম চৌধুরী স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ইকরাম চৌধুরীর ছোট ভাই শরীফ চৌধুরী জানান, গত বুধবার রাতে হঠাৎ করেই প্রচণ্ড শ্বাসকষ্ট ও বুকব্যথা শুরু হয় ইকরাম চৌধুরীর। পরে তাঁকে দ্রুত চাঁদপুর শহরের বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে ওই দিন রাতেই তাঁকে ঢাকার ধানমণ্ডির জেনারেল অ্যান্ড কিডনি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে মৃত্যু হয় তাঁর। ইকরাম চৌধুরী দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও কিডনির সমস্যাসহ নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন বলে জানান শরীফ।
শরীফ চৌধুরী আরো জানান, সাংবাদিক ইকরাম চৌধুরীর মরদেহ আজ দুপুরে চাঁদপুরের নাজিরপাড়ায় নিজ এলাকায় আনার পর জানাজা শেষে পৌর কবরস্থানে মা-বাবার কবরের পাশে দাফন করা হবে।
ইকরাম চৌধুরী চ্যানেল আই, দৈনিক ইনকিলাব, দৈনিক যুগান্তরসহ বিভিন্ন সংবাদমাধ্যমে চাঁদপুর জেলার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন।