চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকরাম চৌধুরীর দাফন সম্পন্ন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/08/08/chandpur.jpg)
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকরাম চৌধুরীর জানাজায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। ছবি : এনটিভি
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকরাম চৌধুরীর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। আজ শনিবার বিকেল ৪টায় চাঁদপুর প্রেসক্লাব মাঠে তাঁর প্রথম জানাজা হয়। বাদ আছর চাঁদপুর সরকারি কলেজ মসজিদ মাঠে দ্বিতীয় জানাজা শেষে পৌর গোরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় আত্মীয়, পাড়াপ্রতিবেশীসহ জেলার সর্বস্তরের সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।
ইকরাম চৌধুরী আজ ভোর সাড়ে ৪টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, কিডনি ও হৃদরোগে ভুগছিলেন। তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর।
ইকরাম চৌধুরীর মৃত্যুতে চাঁদপুর প্রেসক্লাবে কালো পতাকা উত্তোলন করাসহ তিন দিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
মৃত্যুর আগ পর্যন্ত তিনি একাধারে চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার, জাগো নিউজের জেলা প্রতিনিধি, দৈনিক চাঁদপুর দর্পণের সম্পাদক ও প্রকাশক হিসেবে কর্মরত ছিলেন।