চাল কেলেঙ্কারি, বান্দরবানে ছাত্রলীগ নেতাসহ দুইজনের কারাদণ্ড
দরিদ্রদের জন্য খাদ্য সহায়তা কর্মসূচির চাল কালোবাজারে বিক্রির দায়ে বান্দরবানের রুমা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ দুইজনকে আটক করা হয়েছে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুল আলম দুজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সরকারি চাল কালোবাজারে বিক্রির খবর পেয়ে রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুল আলমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় ছয়টি বস্তায় ২৮৭ কেজি চাল কালোবাজার থেকে জব্দ করেন।
এ ঘটনায় রুমা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক (চালের ডিলার) রাজিব সিকদারসহ দুইজনকে আটক করা হয়। অপরজন হচ্ছে মুদি দোকানদার শাহানেওয়াজ। এ সময় ভ্রাম্যমাণ আদালত ছাত্রলীগ নেতাকে এক মাস এবং ক্রেতা মুদি দোকানদার শাহনেওয়াজকে ১০ দিনের কারাদণ্ডের আদেশ দেন।
অপরদিকে রেমাক্রির পাংসা ইউনিয়নের চেয়ারম্যান এবং সেখানকার চালের ডিলারের বিরুদ্ধেও কালোবাজারে চাল বিক্রির অভিযোগ করেছে স্থানীয়রা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম জানান, এ ব্যাপারে তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা করা হয়েছে।