চিত্রগ্রাহক আলী আকবর খান এমদাদ আর নেই
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/07/29/ali-akbor.jpg)
চলচ্চিত্র চিত্রগ্রাহক আলী আকবর খান এমদাদ আর নেই। বার্ধক্যজনিত কারণে আজ ভোর ৫টা ৩০ মিনিটের দিকে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
আজ বুধবার বাদ জোহর রাজধানীর মিরপুর কবরস্থানে জানাজা শেষে মরহুমের দাফন হয়েছে বলে জানিয়েছেন ক্যামেরাম্যান কামরুল আহমেদ পনির।
পনির বলেন, ‘দীর্ঘদিন ধরে এমদাদ ভাই উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছিলেন। বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। আজ ভোর সাড়ে ৫টায় তিনি মারা যান।’
পনির আরো বলেন, ‘এমদাদ ভাইয়ের গ্রামের বাড়ি ময়মনসিংহে। করোনার এ সময়ে তাঁর মরদেহ সেখানে নেওয়া হয়নি। আজ বাদ জোহর মিরপুর কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এর আগে কবরস্থান মসজিদে জানাজা হয়।’
পরিচালক বদিউল আলম খোকন বলেন, ‘অনেকটা নিভৃতেই চলে গেলেন এমদাদ। নিজের মনে কাজ করতেন, কোনোদিন কারো প্রতি কোনো অভিযোগ ছিল না। সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাঁর আত্মাকে শান্তিতে রাখেন।’