চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক সাংসদ ওয়াজি উদ্দিন খান
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/02/01/pabna_janaja_photo_1.jpg)
সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন বাংলাদেশ সড়ক-পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি, পাবনা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও পাবনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা ওয়াজিউদ্দিন খান।
আজ শনিবার দুপুরে পাবনা আরিফপুর সদর গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর লাশ দাফন সম্পন্ন হয়।
এর আগে চাটমোহর বালুচর মাঠ ও পাবনা পুলিশ লাইন প্যারেড গ্রাউন্ড মাঠে দুই দফায় তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।
পাবনায় জানাজার আগে বক্তব্য দেন পাবনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স, অ্যাডভোকেট শামসুল হক টুকু, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউর রহিম লাল, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও শ্রমিক নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাস, রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ মোশারোফ হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহিন, পৌর আওয়ামী লীগ সভাপতি তসলিম হাসান সুমন প্রমুখ।
জানাজায় ইমামতি করেন পাবনা কাচারী জামে মসজিদের পেশ ইমাম আলহাজ মাওলানা বাকের হোসাইন। এ ছাড়া সকালে তাঁকে মুক্তিযোদ্ধা এবং সরকারের পক্ষ থেকে স্যালুট ও গার্ড অব অনার দেওয়া হয়। জ্যেষ্ঠ এ রাজনীতিবিদের জানাজায় মানুষের ঢল নামে।
এদিকে দুপুর ১২টার দিকে পাবনার সর্বস্তরের মানুষ তাঁর মরদেহে শ্রদ্ধা নিবেদন করে। পাবনা জেলা আওয়ামী লীগ, বিএনপি, পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, পাবনায় কর্মরত সাংবাদিকরা, ঐক্য ন্যাপ, ওয়াকার্স পার্টি, জাসদ, সব উপজেলা আওয়ামী লীগ এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন তাঁর মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
উল্লেখ্য, গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে পাবনা শহরের আটুয়া হাউজপাড়া মহল্লার নিজ বাসায় ইন্তেকাল করেন প্রবীণ এ রাজনীতিবিদ।