চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২
রাজধানীর শাহজাহানপুর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারসহ ও দুই পেশাদার চোরকে গ্রেপ্তার করেছে শাহজাহানপুর থানা পুলিশ। গত শুক্র ও শনিবার নারায়ণগঞ্জের সোনারগাঁও ও রূপগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আজ রোববার (২১ মে) দুপুরে শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মোল্লা এনটিভি অনলাইনকে এতথ্য জানান।
পুলিশ জানিয়েছে, নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে মহিউদ্দিন হাসান রনি ও রূপগঞ্জ থেকে শরীফ মোল্লাকে গ্রেপ্তার করা হয়।
মনির হোসেন মোল্লা বলেন, ‘গত ১৬ মে শাহজাহানপুর থানার রেলওয়ে কলোনী থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় গত বৃহস্পতিবার শাহজাহানপুর থানায় একটি মামলা করা হয়। ঘটনাস্থল ও আশপাশের ভিডিও ফুটেজ পর্যালোচনা এবং প্রযুক্তির সহায়তায় চোরদের শনাক্ত করা হয়। শুক্রবার ও শনিবার ধারাবাহিক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।’
মনির হোসেন মোল্লা বলেন, ‘গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে চোরাই মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। চুরির সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।’
মনির হোসেন মোল্লা আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার মোটরসাইকেল চোর। তারা ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে মোটরসাইকেল চুরি করে ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে বিক্রি করত। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।