চুয়াডাঙ্গায় করোনার উপসর্গ নিয়ে মুক্তিযোদ্ধাসহ দুজনের মৃত্যু
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/08/14/chuadngga.jpg)
চুয়াডাঙ্গায় করোনার উপসর্গ নিয়ে মুক্তিযোদ্ধাসহ দুজনের মৃত্যু হয়েছে। ছবি : এনটিভি
চুয়াডাঙ্গায় করোনার উপসর্গ নিয়ে মুক্তিযোদ্ধাসহ দুজন মারা গেছেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের করোনা ওয়ার্ডের ইয়েলো জোনে চিকিৎসাধীন অবস্থায় তাঁরা মারা যান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সদর উপজেলার হাতিকাটা গ্রামের মুক্তিযোদ্ধা মো. হামজাকে করোনার উপসর্গ নিয়ে গত ১২ আগস্ট বিকেলে ভর্তি করা হয়। হাসপাতালের করোনা ওয়ার্ডের ইয়েলো জোনে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার রাত ১১টা ৫ মিনিটে মারা যান তিনি।
একই ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার ভোর ৪টা ৫ মিনিটে মারা গেছেন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার রামনগর গ্রামের শফিকুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার বিকেলে সদর হাসপাতালে ভর্তি হয়েছিলেন শফিকুল।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শামীম কবির জানান, দুজনই করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। স্বাস্থ্যবিধি মেনে তাঁদের দাফনের ব্যবস্থা করা হয়েছে।