চুয়াডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পথচারী নিহত
চুয়াডাঙ্গায় কলাবোঝাই মিনি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আব্দুল কুদ্দুস (৪৬) নামের এক পথচারী নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে শহরের সিঅ্যান্ডবি পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল কুদ্দুস ওই এলাকার মৃত আজিম উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুর আড়াইটার দিকে বাড়ির সামনে বাইসাইকেলে রাস্তা পার হচ্ছিলেন তিনি। এ সময় দামুড়হুদা থেকে চুয়াডাঙ্গা অভিমুখে যাওয়া একটি কলাবোঝাই মিনি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি ট্রাকের চাকায় নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠায়।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।