ছুটির দিনেও পিপিই তৈরি করতে কারখানায় ৫০০ শ্রমিক
করোনাভাইরাসের বিস্তাররোধে বিজিএমইএর নির্দেশনা মেনে আজমত গ্রুপের তৈরি পোশাক কারখানাও ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ পোশাক কারখানায় চিকিৎসক ও স্বাস্থ্যসেবার সঙ্গে যুক্ত কর্মীদের জন্য ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী (পিপিই) তৈরি করা হচ্ছিল। আজ মঙ্গলবার থেকেই এ ছুটি কার্যকর হওয়ার কথা। কিন্তু আজ সকালেই পোশাক কারখানায় কর্মরত পাঁচ শতাধিক শ্রমিক কারখানায় এসে হাজির। তাঁরা স্বেচ্ছায় বিনা বেতনেই এ ছুটির সময় অতি জরুরি পিপিই তৈরি করে দিতে চান। কর্তৃপক্ষও বিনামূল্যে পিপিই দিয়ে সরকারকে সহযোগিতা করতে ইচ্ছুক।
শেষ পর্যন্ত মালিক ও শ্রমিকদের আন্তরিকতায় শুরু হয়েছে পিপিই তৈরির কাজ। এ অনন্য উদাহরণ তৈরি করেছে আজমত গ্রুপ এবং এ প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকরা।
আশুলিয়ার কাঠগড়া বাজার এলাকায় স্থাপিত আজমত গ্রুপের এ পোশাক কারখানায় কর্মরত একজন শ্রমিক বলেন, ‘কর্তৃপক্ষ আমাদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি চিন্তা করেই প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করেছে। এর আগেই আমরা পিপিই তৈরি করে বিনামূল্যে বিতরণ করার কথা শুনেছিলাম। ফলে আমরাও এ মহৎ কাজের অংশীদার হতে পেরে গর্ববোধ করছি। বর্তমানে দেশ ও জাতির এ দুর্দিনে সবারই এভাবে এগিয়ে আসা উচিত।’ পাঁচশর বেশি শ্রমিক আজ কাজে যোগ দিয়েছেন বলে জানান তিনি।
আজমত গ্রুপের ব্যবস্থা পরিচালক আজমত রহমান বলেন, ‘শ্রমিকরা আমাদের সব সময় সাহায্য করেছে। করোনা মোকাবিলায় আমার ফ্যাক্টরির শ্রমিকদের উৎসাহ দেখে আমি অভিভূত। সবার সম্মিলিত চেষ্টায় আমরা দেশ ও জাতির জন্য কিছু করতে পারছি, এটা সত্যি আনন্দের।’ তিনি আরো বলেন, ‘শ্রমিকরা স্বেচ্ছাশ্রম দিচ্ছেন। আমি আমার সাধ্যমতো প্রয়োজনীয় সব ধরনের সাপোর্ট দিচ্ছি।’ এভাবেই যার যার সক্ষমতা অনুযায়ী এগিয়ে আসা উচিত বলে মনে করেন তিনি।