জমির বিরোধে হামলায় সাবেক বিজিবি সদস্য নিহত
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/01/12/jhalokathi-murder.jpg)
ঝালকাঠিতে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় নুরুল ইসলাম মল্লিক (৫৫) নামের অবসরপ্রাপ্ত এক বিজিবি সদস্য নিহত হয়েছেন।
গতকাল শনিবার রাতে সদর উপজেলার দরাখানা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রিপন নামের একজনকে আটক করেছে পুলিশ।
নিহত নুরুল ইসলাম দারাখানা গ্রামের বাসিন্দা।
নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, নুরুল ইসলাম মল্লিকের সঙ্গে প্রতিবেশী খালেক হাওলাদারের জমি নিয়ে বিরোধ চলছিল। সেই জমিতে ঘর তোলেন খালেক। এতে বাধা দেন নুরুল ইসলাম।
এ ঘটনা মীমাংসার জন্য শনিবার রাতে বৈঠক বসে। বাকবিতণ্ডার একপর্যায়ে প্রতিপক্ষের আট থেকে ১০ জন মিলে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নুরুল ইসলামের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর জখম হন।
পরে নুরুল ইসলামকে রাত ৮টার দিকে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মরদেহ ময়নাতদন্তের জন্য আজ রোববার সকালে ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।