জয়পুরহাটে সেনা সদস্য নিহত, বাসসহ চালক আটক
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/12/11/jaypurhat-akkelpur-thana.jpg)
জয়পুরহাটের আক্কেলপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে নাইস হোসেন (৩১) নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে উপজেলা পরিষদ চত্বরের কাছে প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। তিনি মোটরসাইকেলের পেছনে বসা ছিলেন।
নিহত নাইস হোসেন আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের মহিতুর গ্রামের আক্কাস আলীর ছেলে। তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে খাগড়াছড়ি ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সেনা সদস্য নাইস হোসেন তার শিশু ছেলের আকিকা করতে নিজ বাড়িতে আসেন। আজ সকালে আক্কেলপুর উপজেলা বাজারে গিয়ে প্রয়োজনীয় কেনাকাটা শেষ করেন। পরে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে উপজেলা পরিষদ চত্বরের কাছে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
জানা যায়, স্থানীয়রা চালকসহ বাসটি আটক করে থানা পুলিশে খবর দিলে পুলিশ এসে ওই চালক মুছর উদ্দিনকে (৫৬) আটক করে বাসসহ থানা হেফাজতে নিয়েছে।