জামালপুরে বিনামূল্যে হাজার রোগীর চোখের অপারেশন
জামালপুরের ইসলামপুর উপজেলার প্রায় এক হাজার রোগীর বিনামূল্যে চোখের বিভিন্ন সমস্যার অপারেশনের মাধ্যমে সুস্থ করার কার্যক্রম শুরু করেছে ডা. খোরশেদুজ্জামান (মিশ্রি মিয়া) কল্যাণ ট্রাস্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে চারদিনব্যাপী আয়োজিত এক আই ক্যাম্পের মাধ্যমে এই অপারেশন চলছে।
আগামী (১৮ অক্টোবর) মঙ্গলবার পর্যন্ত চলবে এই আই ক্যাম্প। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের প্রাধ্যক্ষ ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ইসতিয়াক এম সৈয়দ প্রধান অতিথি হিসেবে আইক্যাম্পের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডা. খোরশেদুজ্জামান (মিশ্রি মিয়া) কল্যাণ ট্রাস্টের বোর্ড অব ট্রাস্টি এস এম শাহীনুজ্জামান প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বলেন, এই আইক্যাম্পের মাধ্যমে আমরা উন্নত ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলার সংগ্রামে একাত্মতা ঘোষণা করছি। ট্রাস্ট এ বছরের শুরু থেকে কয়েকটি আইক্যাম্পের মাধ্যমে প্রায় ছয় হাজার রোগীর বিভিন্ন ধরনের চোখের চিকিৎসাসেবা দিয়েছে। সেই ক্যাম্পগুলোতে চোখের ছানি, বর্ধিত মাংসপেশি ও চক্ষুনালীর ইনফেকশনে আক্রান্ত রোগীদের অপারেশনের জন্য শনাক্ত করা হয়েছিল। এবারের ক্যাম্পে তাদের মধ্যে যারাই আসবেন তাদের চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. হামিদুল হকের নেতৃত্বে ১২ সদস্যের অভিজ্ঞ মেডিকেল টিমের মাধ্যমে অপারেশন করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাছের, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান রুমান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম।