জামালপুর, নীলফামারী ও ভোলায় মহান বিজয় দিবস উদযাপন
মহান বিজয় দিবস উপলক্ষে দেশজুড়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি নেওয়া হয়েছে নানা আয়োজন। আমাদের জামালপুর, নীলফামারী ও ভোলা প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনের ওপর রয়েছে একটি ডেস্ক রিপোর্ট।
জামালপুর
যথাযোগ্য মর্যাদায় জামালপুরে মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে। শুক্রবার সকালে দিবসটি উপলক্ষে শহরের দয়াময়ী এলাকায় জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ কর্মসূচির আয়োজন করা হয়।
স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক শ্রাবস্তী রায়ের পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে শুরু হয় শ্রদ্ধাঞ্জলি নিবেদন। এরপর জেলা পুলিশ, সিভিল সার্জনের কার্যালয়, জেলা পরিষদ, জামালপুর জেলা প্রেসক্লাব, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে। এছাড়াও বিজয় দিবসে কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
নীলফামারী
যথাযোগ্য মর্যাদায় দিনব্যাপী নানা আয়োজনে নীলফামারীতে মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে।
এ উপলক্ষে শহরের স্বাধীনতা স্মৃতি স্তম্ভে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে পুষ্পস্তবক অর্পণ করা হয় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠন, নীলফামারী প্রেসক্লাবসহ সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তর, সাংস্কৃতিক সংগঠন, ক্রীড়া সংগঠন, ব্যাংকার্স ফোরামসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে।
এ ছাড়া সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি আলোকসজ্জা করা হয়েছে বিজয় দিবসকে ঘিরে।
ভোলা
ভোলায় সূর্যোদয়ের সাথে সাথে শহীদ বীর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।
জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী-চৌধুরীসহ প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তা পুস্পস্তবক অর্পণ করেন। এর পর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম এর নেতৃত্বে জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের মজনুর নেতৃত্বে অনুষ্ঠিত এক র্যালিতে অংশ নেয় বীর মুক্তিযোদ্ধাসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। র্যালিতে অংশ নেন জেলা আওয়ামী লিগ সহসভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, সাধারন সম্পাদক মইনুল হোসেন বিপ্লবসহ নেতাকর্মীরা।