জিয়াউর রহমানের সমাধিতে কৃষকদলের শ্রদ্ধা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/12/30/bnp-majar.jpg)
বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী কৃষক দলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে নেতাকর্মীরা।
আজ সোমবার বেলা ১১টায় কৃষক দলের আহ্বায়ক ও বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর নেতৃত্বে দলটির নেতাকর্মীরা এ শ্রদ্ধা জানায়।
এ সময় আরো উপস্থিত ছিলেন কৃষক দলের যুগ্ম আহ্বায়ক তকদির হোসেন মোহাম্মাদ জসিম, উদ্দিন মাস্টার, জামাল উদ্দিন খান মিলন, সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিন, ঢাকা মহানগরীর আহ্বায়ক অ্যাডভোকেট নাসির হায়দার, কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য এস কে সাদী, নাসির হাজারী, মো. শরীফ মোল্লা, অধ্যাপক সেলিম হোসেন, মো. আলিম হোসেন, মোজাম্মেল হক মিন্টু সওদাগর, লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার, কৃষিবিদ মেহেদি হাসান পলাশ, কে এম রকিবুল ইসলাম রিপন, শফিকুল ইসলাম, এম জাহাঙ্গীর আলম, আব্দুর রাজি, ফেরদাউস পাটোয়ারী, জুলফিকার আলী ভুট্টো প্রমুখ।