জিল্লুর ভাণ্ডারি হত্যা : দুই জনের মৃত্যুদণ্ড, ছয় জনের যাবজ্জীবন
চট্টগ্রামের রাঙ্গুনীয়ায় জিল্লুর রহমান ভাণ্ডারি হত্যা মামলায় দুই জনকে মৃত্যুদণ্ড ও ছয় জনকে যাবজ্জীবন দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ ছামিদুল ইসলাম এ রায় দেন। রায়ে ওই ঘটনায় সম্পৃক্ত না থাকায় পাঁচ জনকে খালাস দেন তিনি।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো.লোকমান চৌধুরী জানান, ২০১৫ সালের ২১ জানুয়ারি রানীর হাট এলাকায় গুলিতে খুন হন মাইজভাণ্ডার দরবার শরীফের খাদেম জিল্লুর রহমান ভাণ্ডারি। এ ঘটনায় নিহতের ছোট ভাই আজিম উদ্দিন বাদী হয়ে হত্যা মামলা করেন।
মামলার রায়ে হত্যাকাণ্ডে জড়িত ইসমাইল হোসেন ও শহীদুল ইসলামকে মৃত্যুদণ্ড এবং আবু, কামাল, নাসির, তোতা, জসীম ও সুমন নামের ছয় জনকে যাজ্জীবনসহ পঞ্চাশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের আদশ দেন আদালত।
এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর পাঁচ জনকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।
আসামিদের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শহীদুল ইসলাম খোকন ছাড়া বাকিরা পলাতক রয়েছে।