জয়পুরহাটের আন্তজেলা ডাকাত ও মোটরসাইকেল চোরচক্রের ১১ সদস্য গ্রেপ্তার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/02/23/joypurhat-pic.jpg)
জয়পুরহাটে সংঘবদ্ধ আন্তজেলা ডাকাত, ছিনতাইকারী, ট্রান্সফরমার ও বৈদ্যুতিক মিটারসহ মোটরসাইকেল চোরচক্রের মূলহোতাসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।
আজ বুধবার দুপুরে জয়পুরহাট জেলা পুলিশের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার (এসপি) মো. মাছুম আহাম্মদ ভুইয়া সাংবাদিকদের এ তথ্য জানান।
এসপি জানান, এ সময় চোরাই চারটি বৈদ্যুতিক মিটারসহ বিভিন্ন মালামাল,একটি ১৫০ সিসি মোটরসাইকেল এবং মোটরসাইকেল চুরির কাজে ব্যবহৃত দুটি বিশেষ চাবিসহ (মাস্টার কি) বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
এসপি বলেন, এ অপরাধী চক্রটি জয়পুরহাটের পাঁচবিবি,কালাই,ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলার বিভিন্ন ফসলের মাঠ থেকে গভীর নলকূপের বৈদ্যুতিক মিটার ও ট্রান্সফরমার চুরির পর সেগুলো ফেরত দেওয়ার কথা বলে গোপন নম্বর থেকে মোবাইল ফোনে নগদ অথবা বিকাশের মাধ্যমে টাকা দাবি করত। টাকা পেলে গোপনে চোরাই বৈদ্যুতিক মিটার ও ট্রান্সফরমার সুকৌশলে রাতে তাদের বাড়ির আশপাশে রেখে যেত। ইদানীং এ চক্রের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল রাতে বিশেষ অভিযান চালিয়ে ঢাকার বনানীর একটি ক্লিনিকের সামনে থেকে এ চক্রের মূলহোতা মাহফুজার রহমান ওরফে সাদ্দামকে এবং আশুলিয়ার জিরানিবাজার থেকে তার সহযোগী জয়নাল ওরফে হাজারীকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যানুসারে জয়পুরহাটের বিভিন্ন এলাকা থেকে পুলিশ ওই চক্রের আরও পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে।
অপর দিকে গোপন সংবাদের ভিত্তিতে আকস্মিক অভিযান চালিয়ে জয়পুরহাটের ভারত সীমান্তবর্তী পাঁচবিবি উপজেলার হিলি সড়কের ওপর থেকে একটি চোরাই ১৫০ সিসি মোটরসাইকেলসহ সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের অন্যতম সক্রিয় সদস্য তুহিন ও নাদিমকে গ্রেপ্তার করা হয়।পরে তাদের দেওয়া তথ্যানুসারে,ওই চক্রের আরও দুই সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে হত্যা,দস্যুতা,ডাকাতি,ছিনতাইসহ জয়পুরহাটের বিভিন্ন থানায় ছয়/সাতটি করে মামলা রয়েছে। এদের বাড়ি জয়পুরহাট জেলার বিভিন্ন উপজেলায়। এ চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানান এসপি।