জয়পুরহাটের সীমান্তে ৭৫ কেজি ইলিশ জব্দ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা সীমান্তে চোরাকারবারিদের ফেলে যাওয়া ৭৫ কেজি ইলিশ মাছ জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আজ শুক্রবার ভোরে ইলিশগুলো জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন খবরের ভিত্তিতে আজ শুক্রবার ভোরের দিকে জয়পুরহাটের ২০ জিবির অধীনস্থ পাঁচবিবি উপজেলার কয়া বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. আলমগীর হোসেনের নেতৃত্বে ওই সীমান্তে অভিযান চালায়। বিজিবি জওয়ানরা চোরাকারবারিদের দেখতে পেয়ে ধাওয়া দেয়। এ সময় ভারতে পাচারের জন্য নেওয়া ৭৫ কেজি ইলিশ মাছ ফেলে পালিয়ে যায় চোরাকারবারিরা। পরে বিজিবি সদস্যরা সেখান থেকে ইলিশগুলো জব্দ করেন।
আজ দুপুরে স্থানীয় চারটি এতিমখানায় মাছগুলো বিতরণ করেছে বিজিবি।