জয়পুরহাটে অস্ত্র-গুলি জব্দ, আটক ১
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/01/19/joypurhat.jpg)
জয়পুরহাটে শহরতলীতে আজ রোববার সন্ধ্যার দিকে পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ আটক জহুরুল ইসলাম। ছবি : এনটিভি
জয়পুরহাট শহরতলিতে পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ জহুরুল ইসলাম (৪১) নামের একজনকে আটক করেছে পুলিশ। আজ রোববার সন্ধ্যার দিকে সড়ক ও জনপদ বিভাগের অফিসের সামনে থেকে তাঁকে আটক করা হয়।
আটককৃত জহুরুল ইসলাম শহরের সিও কলোনি এলাকার বাসিন্দা।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খাঁন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের সড়ক ও জনপথ (সওজ) অফিসের সামনের সড়কে অভিযান চালিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়। পরে ওই অটোরিকশার সন্দেহভাজন আরোহী জহুরুল ইসলামকে নামিয়ে তাঁর দেহ তল্লাশি করা হয়। এ সময় তাঁর শরীরে লুকিয়ে রাখা একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও ছয়টি গুলি জব্দ করা হয়। এ অভিযোগে জহুরুল ইসলামকে আটক করা হয়েছে।
এ ব্যাপারে জয়পুরহাট সদর থানায় অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।