জয়পুরহাটে নতুন করে ১৪ জন হোম কোয়ারেন্টিনে
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/03/22/i-soleltion.jpg)
করোনাভাইরাসের আশঙ্কায় জয়পুরহাটে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৪ জন হোম কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন। বর্তমানে জয়পুরহাটে মোট ৭১ জন বিদেশফেরত ব্যক্তি হোম কোয়ারেন্টিনে রয়েছেন। এ ছাড়া ষাটোর্ধ্ব একজন আইসোলেশনে রয়েছেন। তাঁকে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে রাখা হয়েছে। জয়পুরহাটের সিভিল সার্জন ডা. সেলিম মিঞা আজ রোববার এ তথ্য নিশ্চিত করেছেন।
সেলিম মিঞা জানান, গত ২৪ ঘণ্টায় তিনজনকে কোয়ারেন্টিনমুক্ত ঘোষণা করা হয়েছে। এ নিয়ে মোট ১২ জন হোম কোয়ারেন্টিন শেষে বাইরে বের হওয়ার জন্য অনুমতি পেয়েছেন।
জয়পুরহাটে এ পর্যন্ত মোট ৮৪ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তাঁদের মধ্যে ১২ জনকে কোয়ারেন্টিনমুক্ত করা হয়েছে।
এদিকে, জয়পুরহাটে করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা দেওয়ার জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ২০টি এবং পুরোনো হাসপাতালে ১০০টি বেড প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া জেলার পাঁচ উপজেলায় পাঁচটি করে বেড সব সময় প্রস্তুত রাখার জন্য সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।