জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/05/13/pachbibi_thana.jpg)
জয়পুরহাটের পাঁচবিবি থানা । ছবি : সংগৃহীত
জয়পুরহাটের পাঁচবিবিতে সড়ক দুর্ঘটনায় শরিফুল ইসলাম সাগর (৩৪) নামে এক পিকআপভ্যানের চালক নিহত ও অন্তত তিন জন আহত হয়েছেন। আজ শুক্রবার সকালে পাঁচবিবি উপজেলার জয়পুরহাট-হিলি সড়কের বাগজানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শরিফুল ইসলাম নীলফামারী জেলার সৈয়দপুর নতুন বাবুপাড়া গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে। আহত তিন জনের মধ্যে স্বপন চন্দ্র নামে একজনকে আশঙ্কাজনক অবস্থায় জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষ্যদর্শীরা জানান, পিকআপটি আম পরিবহণ করছিল। ঢাকার কোচটি দিনাজপুরের হিলি স্থলবন্দর থেকে জয়পুরহাট জেলার ওপর দিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। পরে পাঁচবিবি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, দুর্ঘটনায় মৃতের সংখ্যা বাড়তে পারে।