ঝালকাঠিতে আরো দুজন করোনায় আক্রান্ত, ১০ বাড়ি লকডাউন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/05/14/jhalokati.jpg)
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : সংগৃহীত
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম থেকে আসা দুজনের করোনা শনাক্ত হয়েছে। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঝালকাঠির সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো নমুনা সংগ্রহের রিপোর্টে তাঁদের করোনা শনাক্ত হয়। এ ঘটনায় ১০টি বাড়ি লকডাউন করা হয়েছে।
এ নিয়ে জেলায় ১৭ জন করোনা আক্রান্ত হয়েছে বলে সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার জানিয়েছেন।
স্বাস্থ্য বিভাগ জানায়, গত ১১ মে নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম থেকে দুজন কাঁঠালিয়ায় আসেন। খবর পেয়ে স্বাস্থ্য বিভাগ তাঁদের নমুনা সংগ্রহ করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। গতকাল বুধবার রাতে তাঁদের রিপোর্টে করোনা পজিটিভ আসে। এ ঘটনায় তাঁদের বাড়িসহ আশপাশের ১০ বাড়ি লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। আক্রান্তরা তাঁদের বাড়িতে আইসোলেশনে রয়েছেন।