ঝালকাঠিতে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/11/24/jhalokhathi.jpg)
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১০ নেতাকর্মী আহত হয়েছেন এবং ছয়টি গাড়ি ভাঙচুর করা হয়। হামলা ও ভাঙচুরের ঘটনায় এক পক্ষ অপর পক্ষকে দায়ী করেছে।
দলীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ রোববার বিকেল ৪টার দিকে কাঁঠালিয়া মডেল সরকারি বিদ্যালয় মাঠে ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য বজলুল হক হারুন নেতাকর্মীদের নিয়ে সমাবেশ আহ্বান করেন। একই সময় একই স্থানে উপজেলা পরিষদের চেয়ারম্যান এমাদুল হক মনিরের নেতৃত্বে সমাবেশের ডাক দেয়। এতে উপজেলাজুড়ে আতঙ্ক ও উৎকণ্ঠার সৃষ্টি হয়। এজন্য শহরের বিভিন্ন স্থানে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ।
এদিকে পরিস্থিতি মোকাবিলায় উপজেলা প্রশাসন দুই পক্ষকে আলাদা স্থানে সমাবেশ করতে বলেন। সেই মোতাবেক আজ বিকেলে সংসদ সদস্যের সমর্থকরা স্থানীয় সাবরেজিস্ট্রি কার্যালয়ের পাশে অবস্থান নিয়ে সমাবেশ করে। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য বজলুল হক হারুন।
এদিকে উপজেলা চেয়ারম্যানের পক্ষের সমর্থকরা কাঁঠালিয়া বাসস্ট্যান্ডে সমাবেশ করেন। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান ওজির সিকদারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তরুণ কর্মকার। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এমাদুল হক মনির।
সংসদ সদস্যের পক্ষের সমর্থকরা অভিযোগ করেছেন, তাদের লোকজন সমাবেশে যোগ দিতে আসার সময় আমুয়া ইউনিয়নের তালতলা বাজার এলাকায় বিরোধীপক্ষের লোকজন হামলা ও ভাঙচুর চালায়। হামলাকারীরা ছয়টি মোটরসাইকেল ভাঙচুর করে। লাঠিসোটা দিয়ে পিটিয়ে আহত করা হয় ছাত্রলীগ নেতা অলিউল ইসলাম সম্রাট, আকরাম হোসেন, নাঈম হোসেন, সৈকত, তাফসির হোসেন, মিজানুর রহমান, ইমরান হোসেন, সোলায়মান, মনির হোসেন ও তাওহিদুল ইসলাম। আহতরা স্থানীয় ফেয়ার ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।
অপরদিকে সংসদ সদস্যের বিরোধী পক্ষ দাবি করছে, এ সংঘর্ষে তাদের অন্তত সাতজন নেতাকর্মী আহত হয়েছে।
এ ব্যাপারে কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, ‘উভয় পক্ষই শান্তিপূর্ণভাবে সমাবেশ করেছে। তবে তালতলা বাজারে একটি হামলা ও সংঘর্ষ হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এখনো কেউ থানায় অভিযোগ করেনি।’