ঝালকাঠিতে আ.লীগ নেতার হাত-পায়ের রগ কর্তন
ঝালকাঠি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাম্ভব্য কাউন্সিল প্রার্থী আজাদ রহমানকে (৫০) কুপিয়ে হাত ও পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাতে শহরের আরদ্দারপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গতকাল বুধবার রাত ৯টার দিকে আজাদ রহমান শহরে কাজ শেষে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন। আরদ্দারপট্টি এলাকায় পৌঁছালে আগে থেকে অপেক্ষমান একদল দুর্বৃত্ত তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। দুর্বৃত্তরা তাঁর বাম হাত ও ডান পায়ের রগ কেটে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। চিৎকার শুনে স্থানীয়রা এসে আজাদকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান জানান, আহত আজাদ রহমানের মৌখিক অভিযোগ শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।