ঝালকাঠিতে ‘খাদ্যে বিষক্রিয়া’য় তাবলিগ জামাতের ২০ জন অসুস্থ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/03/14/jhalkathi_tablig.jpg)
ঝালকাঠি সদর উপজেলায় খাদ্যে বিষক্রিয়ায় তাবলিগ জামাতের ২০ জন অসুস্থ হয়ে পড়েছেন। আজ রোববার সকালে তাঁদের ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চিকিৎসকেরা জানিয়েছেন, ঠাকুরগাঁও থেকে ঝালকাঠি সদর উপজেলা পরিষদের মসজিদে তাবলিগ জামাতের একটি দল আসে। গতকাল শনিবার রাতে ওই মুসল্লিরা খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলেন। আজ রোববার সকালে তাঁরা ঘুম থেকে উঠে অসুস্থ বোধ করেন। এর মধ্যে প্রত্যেকেরই বমি, পেটে ব্যথা ও মাথা ব্যথার সঙ্গে শরীরে দুর্বলতা রয়েছে। পরে স্থানীয় লোকজন তাঁদের সদর হাসপাতালে নিয়ে যান। এর মধ্যে ছয়জন সুস্থ বোধ করছেন। অন্যরা হাসপাতালে ভর্তি রয়েছেন। খাদ্যে বিষক্রিয়ার কারণেই তাঁরা অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
অসুস্থ এক মুসল্লি বলেন, ‘আজ সকালে ব্যাপক হারে সবাই বমি করতে শুরু করেন। বমি করার পর শরীরের যে শক্তি ছিল, তা নিয়ে আমরা আর দাঁড়াতে পারিনি। পরে এলাকার সাথী ভাইয়েরা এসে যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে ভর্তি করেছেন।’
ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) জাফর দেওয়ান জানান, রোগীদের প্রধান সমস্যা পেট খারাপ, বমি ও পেটে ব্যথা। এ পর্যন্ত সব মিলিয়ে ১৪ জন রোগী ভর্তি রয়েছেন। তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ২৪ ঘণ্টা অতিবাহিত হলে তাঁদের শারীরিক উন্নতি হয়েছে কি না, বোঝা যাবে।