ঝালকাঠিতে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, কিশোর আটক
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/01/15/rape-2.jpg)
ঝালকাঠির রাজাপুর উপজেলায় প্রথম শ্রেণির এক ছাত্রীকে (৬) ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার দুপুরে বিদ্যালয় সংলগ্ন বাগানে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় অভিযুক্ত এক কিশোরকে (১২) আটক করেছে।
ওই কিশোর উপজেলার ওই এলাকায় তার নানার বাড়িতে থাকে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শিশুটি বিদ্যালয় থাকা অবস্থায় ওই কিশোর ফুল দেওয়ার কথা বলে পাশের একটি বাগানে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে সে। এ সময় শিশুটির চিৎকারে স্থানীয়রা ছুটে এলে সে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার ও ধাওয়া করে ওই কিশোরকে আটক করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের হাতে আটক কিশোরকে সোপর্দ করা হয়। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ।