ঝালকাঠিতে জ্বরে আক্রান্ত দিনমজুরের মৃত্যু
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/03/31/31-03-2020-13-06-41-jhalakathi-dath-pic.jpg)
ঝালকাঠির রাজাপুর উপজেলায় জ্বরে আক্রান্ত হয়ে আবদুল হাকিম হাওলাদার (৬০) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের সাউথপুর গ্রামের নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে করোনাভাইরাস আতঙ্ক বিরাজ করছে। সকালে হাকিমের মৃত্যু হলেও বেলা সাড়ে ১১টা পর্যন্ত স্থানীয় বা প্রতিবেশীদের কাউকে বাড়িতে দেখা যায়নি।
স্থানীয়রা জানায়, এক সপ্তাহ আগে হাকিম হাওলাদারের জ্বর হয়। পরে স্বজনরা তাঁকে একটি ক্লিনিকে নিয়ে যায়। চিকিৎসকের পরামর্শ নিয়ে আবার বাড়ি চলে আসে। চিকিৎসকের দেওয়া ব্যবস্থাপত্রে জ্বর ও শ্বাসকষ্টের ওষুধ ছিল। এ অবস্থায় আজ সকালে তাঁর মৃত্যু হয়।
রাজাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল খায়ের মাহমুদ বলেন, ‘মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে গিয়েছি। ঠিক কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা পরীক্ষা না করে বলা সম্ভব না। তবে তাঁর জ্বর ছিল।’