ঝালকাঠিতে জ্বর-ডায়রিয়ায় শিশুর মৃত্যু, কোয়ারেন্টিনে ৬ পরিবার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/04/01/jhalakathi.jpg)
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় জ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে আবির সরদার নামের তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার আমুয়া বন্দরের সরদারপাড়া গ্রামে নিজেদের বাড়িতেই গতকাল মঙ্গলবার রাতে মৃত্যু হয় শিশুটির। এ ঘটনায় ওই বাড়ির আশপাশের ছয় পরিবারের ৩০ জনকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। মৃত আবির সরদার সরদারপাড়া গ্রামের শহীদ সরদারের ছেলে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) কামরুজ্জামান সোহাগ জানান, আবির নামের ওই শিশুটি দুই থেকে তিন দিন ধরে জ্বরে ভুগছিল। মঙ্গলবার ফ্রিজের তরমুজ খাওয়ানোর পর শিশুটির ডায়রিয়া শুরু হয়। পরে গুরুতর অসুস্থ হয়ে বাড়িতেই মৃত্যু হয় তার। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের চিকিৎসকরা গিয়ে ওই বাড়ির আশপাশে বসবাসকারী ছয় পরিবারের ৩০ জনকে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেন।