ঝালকাঠিতে নারায়ণগঞ্জ ফেরত এসআইয়ের করোনা শনাক্ত
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/04/19/jhalakathi.jpg)
ঝালকাঠিতে নারায়ণগঞ্জ ফেরত পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আজ রোববার দুপুর ১২টায় ঢাকায় আইইডিসিআর থেকে ঝালকাঠি সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো নমুনা সংগ্রহের রিপোর্টে তাঁর করোনা পজেটিভ আসে।
খবর পেয়ে ওই পুলিশ কর্মকর্তার বাড়িসহ আশেপাশের কয়েকটি ঘর লকডাউন করেছে জেলা প্রশাসন। করোনা আক্রান্ত ওই এসআইকে বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার। যদি তাঁর অবস্থার অবনতি হয়, তাহলে তাঁকে সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হবে বলেও জানান সিভিল সার্জন।
ওই এসআই নারায়ণগঞ্জ পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তিনি ১৪ এপ্রিল রাতে নারায়ণগঞ্জ থেকে ঝালকাঠি সদরের বাড়িতে আসেন। করোনাভাইরাসের উপসর্গ থাকায় স্বাস্থ্য বিভাগ পরের দিন তাঁর নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠায়।
এদিকে এ খবর ছড়িয়ে পড়ায় ঝালকাঠি জেলাজুড়ে করোনা আতঙ্ক দেখা দিয়েছে। এ নিয়ে জেলায় পাঁচজন করোনায় আক্রান্ত হয়েছে।