ঝালকাঠিতে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার, আটক ২
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/02/22/jhalakathi-lash-uddar.jpg)
ঝালকাঠির নলছিটি উপজেলায় নিখোঁজের চার দিন পর আসিব হাওলাদার (১৭) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে শহরের খাসমহল এলাকার একটি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সোহেল ও পলাশ নামের দুজনকে আটক করেছে।
নিহত আসিব খাসমহল এলাকার ফল বিক্রেতা শাহীন হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্বজনরা জানায়, গত ১৮ ফেব্রুয়ারি দুপুরে খাসমহল এলাকার ফ্রিজ মেকানিক সোহেল ও তাঁর কর্মচারি পলাশের সঙ্গে আসিবের ঝগড়া হয়। এ সময় তারা আসিবকে মেরে ফেলার হুমকি দেন। ওই দিন রাত ৮টার দিকে হাইস্কুল সড়কে বাবার ফলের দোকান থেকে বাসায় যাওয়ার কথা বলে আসিব চলে যায়। কিন্তু সে আর বাসায় ফেরেনি।
অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পাওয়ায় পরের দিন তার বাবা নলছিটি থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
হুমকিদাতা যুবকরাই আসিবকে হত্যা করে লাশ ডোবার মধ্যে ফেলে দিয়েছে বলে তাঁর পরিবারের অভিযোগ।
নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) আবদুল হালিম তালুকদার জানান, আসিবের লাশে পচন ধরেছে। ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে সবকিছু পরিষ্কার হয়ে যাবে।