ঝালকাঠিতে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, একজনের বিরুদ্ধে মামলা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/01/03/ju_rape.jpg)
ঝালকাঠির রাজাপুর উপজেলায় এক প্রতিবন্ধী তরুণীকে (২৫) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সুজন হাওলাদার নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে। তরুণীর মা বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার রাতে রাজাপুর থানায় এ মামলা করেন।
পুলিশ ও তরুণী পরিবার জানায়, গত ৭ এপ্রিল ওই তরুণী বাড়ির সামনে বের হলে জোর করে তাঁকে পাশের একটি বাগানে নিয়ে ধর্ষণ করে সুজন। পরে ওই তরুণী বাসায় গিয়ে পরিবারকে এ ঘটনা জানায়। এরপর তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করানো হয়। তরুণীর পরিবার বিষয়টি গোপন রাখার চেষ্টা করলেও এলাকার অনেকে তা জেনে যায়। একপর্যায়ে এ ঘটনা কাউকে না জানানোর জন্য চাপ দিতে শুরু করে সুজন।
রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, মামলা দায়েরের পর পুলিশ সুজনকে গ্রেপ্তার করতে যায়। কিন্তু এর মধ্যেই আত্মগোপনে চলে যায় সুজন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে বলে জানান ওসি।