ঝালকাঠিতে মাদকাসক্ত ছেলের পিটুনিতে বাবার মৃত্যু
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/04/09/jhalokhathi.jpg)
ঝালকাঠির রাজাপুরে জুয়া খেলতে বাধা দেওয়ায় মাদকাসক্ত ছেলের পিটুনিতে বাবা ইসমাইল আকনের (৫২) মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসধাীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পিটিুনিতে মা রোকেয়া বেগমও (৪৫) আহত হন। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত ছেলে মাহফুজ আকনকে (২২) আটক করেছে।
পুলিশ জানায়, উপজেলার কাঠিপাড়ার ইসমাইল আকন ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। করোনার কারণে তিনি ছুটিতে সম্প্রতি বাড়িতে আসেন। তাঁর ছেলে মাহফুজ আকন মাদকাসক্ত হয়ে প্রতিদিন জুয়া খেলতেন। বাবা ও মা একাধিকবার নিষেধ করার পরও তিনি শোনেননি। গতকাল রোববার রাতে ঘর থেকে মাহফুজের কক্ষ থেকে জুয়ার কোড ও গুটি ফেলে দেন বাবা ও মা। এতে ক্ষিপ্ত হয়ে বাবা-মা দুজনকেই লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেন মাদকাসক্ত ছেলে।
পরে স্থানীয়রা আহত মা-বাবাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে বাবা ইসমাইল আকনের মৃত্যু হয়।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, ঘটনার পর পরই মাদকাসক্ত ছেলেকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।