ঝালকাঠিতে ১২ দিনে শিশুসহ তিনজন করোনা রোগী সুস্থ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/04/22/jholakati.jpg)
ঝালকাঠিতে ঢাকাফেরত ছয় মাসের শিশুসহ এক পরিবারের তিনজন করোনা আক্রান্ত রোগী ১২ দিনের চিকিৎসায় সুস্থ হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। আজ বুধবার সকালে দ্বিতীয় দফায় নমুনা সংগ্রহের রিপোর্টে তাদের করোনা নেগেটিভ আসে। ফলে এই তিনজনকে ঝুঁকিমুক্ত ঘোষণা করেছেন সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার।
গত ৭ এপ্রিল ঢাকা থেকে তাঁরা ঝালকাঠি সদর উপজেলার বিন্নাপাড়া গ্রামের বাড়িতে আসেন। অসুস্থতা বোধ করায় পরের দিন স্বাস্থ্য বিভাগ তাঁদের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠায়। ১০ এপ্রিল পরীক্ষার রিপোর্টে তাঁদের করোনা শনাক্ত হয়। এর পর থেকেই তাঁদের বাড়িতে হোম কোয়ারেন্টিনে রেখে চিকিৎসা দেওয়া হয়। মাত্র ১২ দিন স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চিকিৎসা নিয়ে তাঁরা সুস্থ হয়েছেন। দ্বিতীয় দফায় গতকাল মঙ্গলবার তাঁদের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়। আজ সকালে তাঁদের রিপোর্টে করোনা নেগেটিভ আসে। তাঁদের মধ্যে একজন পুরুষ, তাঁর স্ত্রী ও ছয় মাসের শিশু রয়েছে।