ঝিনাইদহে আগুনে পুড়ে শিশুর মৃত্যু
ঝিনাইদহের সদর উপজেলায় আগুনে পুড়ে মারা গেছে আট মাস বয়সের এক শিশু। আজ শুক্রবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত শিশুর নাম তানিশা । সে সদর উপজেলার ভাদালে ( গান্নাবাজার) গ্রামের মো. ইব্রাহীমের মেয়ে।
ঝিনাইদহ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক শামীমুল ইসলাম জানান, ওই গ্রামের একটি বাড়িতে হঠাৎ আগুন ধরে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তারা। পথে একটি সেতু বিকল থাকায় পানিবাহী গাড়ি পৌঁছাতে পারেনি। পরবর্তীতে পাম্পবাহী পানির অপর একটি গাড়ি সেখানে পৌঁছায়। গ্রামের পুকুর থেকে পানি সরবরাহ করে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিস কর্মকর্তা আরও জানান, আগুন নেভানোর পরে দেখা যায় আট মাসের একটি শিশু দগ্ধ হয়ে ঘরের ভেতরে মারা গেছে।
ঝিনাইদহ ফায়ার স্টেশনের ডেপুটি স্টেশন অফিসার আব্দুর রউফ জানান, বিদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। ঘটনার সময় নিহত শিশুর মা পাপিয়া খাতুন ঘুমন্ত শিশুটিকে রেখে বাইরে কাজ করছিলেন।
আব্দুর রউফ আরও বলেন, ‘এ অগ্নিকাণ্ডে একটি টিনের বাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। প্রায় লক্ষাধিক টাকার মালামাল ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।’
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রশীদ ও সংশ্লিষ্ট গান্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন মালিথা।