ঝিনাইদহে ঘণ্টায় ঘণ্টায় বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা
ঝিনাইদহে ঘণ্টায় ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। সদর হাসপাতালের অপারেশনসহ বেশ কিছু সেবা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে, জেলা সদর হাসপাতালে অক্সিজেন সংকট দেখা দিয়েছে।
আক্রান্ত রোগীদের জরুরিভাবে অক্সিজেন সরবরাহ না করা হলে চরম বিপর্যয় দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশিদ।
ডা. হারুন জানান, আজ শনিবার দুপুর পর্যন্ত কোভিড-ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন ৪৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনা রোগী ভর্তি করা হয়েছে ১৫ জনকে। এদের মধ্যে অন্তত ১০ জনের অবস্থা গুরুতর। যে হারে রোগী বাড়ছে, তাতে করে হাসপাতালটির অন্য চিকিৎসা সেবা চালু রাখা সম্ভব হচ্ছে না। নতুন করে আরও একটি করোনা ওয়ার্ড খোলা হয়েছে। এরই মধ্যে অর্থোপেডিকসহ কয়েকটি বিভাগের অপারেশন বন্ধ ঘোষণা করা হয়েছে।’
পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে বলে মনে করছেন এই কর্মকর্তা।
এদিকে, জেলা প্রশাসন আজ বিকেল ৫টা থেকে সকাল ৬টা পর্যন্ত জেলার ছয় উপজেলার ছয়টি পৌরসভা এলাকার সব ধরনের দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। শুধুমাত্র জেলা শহরে সব ধরনের যানবাহন চলাচলের ওপর বিধিনিষেধ জারি করা হয়েছে।
সীমান্তবর্তী মহেশপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জামির মো. হাসিদুস সাত্তার জানান, পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। নতুন করে আরও আটজনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। এ উপজেলার ছয়টি ইউনিয়নে এরই মধ্যে কঠোরবিধি নিষেধের মেয়াদ আরও এক সপ্তাহ বৃদ্ধি করে ২৫ জুন পর্যন্ত করা হয়েছে।
সিভিল সার্জনের দপ্তর সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার পর্যন্ত সংগ্রহ করা ৭৩টি নমুনার মধ্যে ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে মৃত্যু হয়েছে একজনের।