ঝিনাইদহে যুবকের লাশ উদ্ধার, গলায়-ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাত
ঝিনাইদহ সদর উপজেলায় সম্রাট হোসেন (২৭) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। উপজেলার চুটলিয়া গ্রামে গতকাল শনিবার রাত ১০টার দিকে তাঁর লাশ উদ্ধার করা হয়। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্রাট চুটলিয়া গ্রামের দক্ষিণপাড়া এলাকার সমীর উদ্দিনের ছেলে। এদিকে, হত্যাকাণ্ডের বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। এখন পর্যন্ত জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
গ্রামবাসী জানিয়েছে, গতকাল শনিবার রাত ১০টার দিকে চুটলিয়া দক্ষিণপাড়ার মন্টু মেম্বারের বাড়ির পাশে সম্রাটের লাশ পড়ে থাকতে দেখা যায়। তাঁর গলায় ও ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। সম্রাট ভ্যাকুর (মাটি কাটার যন্ত্র) চালক ছিলেন বলে জানায় গ্রামের বাসিন্দারা।
গ্রামবাসীদের অভিযোগ, একই গ্রামের সবুজ নামের এক যুবকের সঙ্গে সম্রাটের বিরোধ চলছিল। লাশ উদ্ধারের কিছু সময় আগে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয় বলেও জানায় তারা।
এদিকে, স্বজনদের আহাজারিতে এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে। দিশেহারা হয়ে পড়েছেন সম্রাটের পরিবারের সদস্যরা।