সড়কের পাশের ২১ তালগাছ কর্তন!
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার অলির বাজার সড়কের পাশে ছোট-বড় ২১টি তালগাছ কেটে ফেলেছেন এক ব্যক্তি।
স্থানীয়দের অভিযোগ, এমনিতে তালগাছ না থাকায় বজ্রাঘাতে প্রাণহানির ঘটনা ঘটছে। তার উপর সড়কের পাশের তালগাছ কেটে ফেলায় পরিবেশ বিপর্যয় ঘটবে। আসছে বর্ষা মরসুমে বজ্রাঘাতে আরও প্রাণহানির আশংকা বাড়িয়ে দিয়েছে।
এ বিষয়ে নিয়ে সদর দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ রেফাঈ আবিদ জানান, স্থানীয় আব্দুল মান্নান মজুমদার নামে এক ব্যক্তি সড়কটিতে তালগাছগুলো রোপণ করেছিলেন। এখন তাঁর প্রয়োজন হওয়ায় গাছগুলো কেটে ফেলেছেন। তবে সড়কের পাশে সরকারি জমিতে গাছ লাগিয়ে তিনি নিজের সম্পদ মনে করেছিলেন। সেটা আইনত দণ্ডনীয়।
সহকারী কমিশনার বলেন, আমি নিজে উপস্থিত থেকে তালগাছ কাটা বন্ধ করে দিয়েছি। অভিযুক্ত ব্যক্তির লোকজনকে বলেছি, কাটা তালগাছগুলো উপজেলায় পৌঁছে দেওয়ার জন্য। সেগুলো বনবিভাগের তত্ত্বাবধানে নিলামে বিক্রি করে যে অর্থ আসবে তা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে। পাশাপাশি এমন অপরাধের জন্য তাঁর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।