ঝিনাইদহে সীমান্তে আটক সেই ২৭ জনের মধ্যে তিনজনের করোনা শনাক্ত
ঝিনাইদহ জেলার মহেশপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাতে আটক হওয়া অবৈধ পথে ভারত থেকে আসা ২৭ জনের মধ্যে তিনজনের দেহে নভেল করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
আটক করা ওই ২৭ জনের নমুনা সংগ্রহ ও পরীক্ষার পর এ খবর নিশ্চিত করেছেন জেলার সিভিল সার্জন ডা. সেলিনা বেগম।
ডা. সেলিনা বেগম জানান, কুষ্টিয়া মেডিকেল কলেজ ল্যাব থেকে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সিভিল সার্জন আরও জানান, শনাক্ত ভাইরাসটি ভারতীয় ভ্যারিয়েন্ট কি না, তা এখনও জানা যায়নি। ভাইরাসটি শনাক্ত করতে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) যোগাযোগ করা হয়েছে।
এদিকে ঝিনাইদহ সদর পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু রাত ১১টার দিকে ফেসবুক লাইভে নগরবাসীদের ঘরে থাকার জন্য অনুরোধ করেছেন। ঈদের নামাজ স্বাস্থ্যবিধি মেনে মসজিদে আদায় করতে বলেছেন।
এর আগে গত সোমবার (১০ মে) ভোররাতে ভারত থেকে ঝিনাইদহের সীমান্ত দিয়ে ‘অবৈধভাবে’ বাংলাদেশে প্রবেশের সময় ২৭ জনকে আটক করে বিজিবি। তাঁদের মহেশপুর উপজেলার মাটিলা ও সামন্তা এলাকা থেকে আটক করা হয়। আটক করা ব্যক্তিরা নিজেদের বাংলাদেশি বলে দাবি করছেন।