ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ নিহত ৪
ঝিনাইদহে কোটচাঁদপুরে পিকআপের ধাক্কায় ঘটনাস্থলেই ব্যাটারিচালিত ভ্যানের দুই শিশু যাত্রীসহ চারজন নিহত হয়েছে। আজ সকাল ১১টার দিকে উপজেলার কাশিপুর এলাকার পৌর সরকারি ডিগ্রি কলেজের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুই শিশুসহ ঘটনাস্থলেই নিহত ব্যক্তিরা হলেন কোটচাঁদপুরের এলাঙ্গী গ্রামের রুবেল হোসেনের ছেলে রাফন (৮), কালীগঞ্জ উপজেলার বলাকান্দা গ্রামের শাহিন হোসেনের মেয়ে খুকু মনি (২) এবং কালীগঞ্জ উপজেলার বলাকান্দ গ্রামের ভ্যানচালক সোলেমান (৭০)। যশোর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়েছে আরও এক ব্যক্তির। তাঁর পরিচয় জানা যায়নি। তাঁর মরদেহ যশোর হাসপাতালে রাখা হয়েছে।
এ ঘটনায় গুরুতর আহত চার জন হলেন নিহত খুকু মনির নানি শিউলি, রাফানের মা রিমা খাতুন (২৫), চট্টগ্রামের ফল ব্যবসায়ী আনোয়ার হোসেন (৫২)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ডাক্তার দেখিয়ে হতাহতরা ব্যাটারিচালিত ভ্যানযোগে কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী গ্রামের দিকে যাচ্ছিল। কোটচাঁদপুর-জীবননগর সড়কের কাশিপুর এলাকায় পৌর সরকারি ডিগ্রি কলেজের সামনের পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানটিকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই ভ্যানচালক ও দুই শিশু নিহত হয়। নিহত খুকু মনি ও রাফান মামাতো-ফুফাতো ভাইবোন। আহত হয় আরো পাঁচ জন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। দুপুরের দিকে সেখান থেকে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
কোটচাঁদপুর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তারুণী পাশা বলেন, ‘আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।’
এদিকে নিহতদের স্বজনদের আহাজারিতে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকার বাতাস ভারি হয়ে উঠে।
কোটচাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন জানান, পিকআপের চাপায় ঘটনাস্থলেই ভ্যানচালক ও দুই শিশুসহ নিহত হয়। আহতদের উদ্ধার করে প্রথমে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং পরবর্তী সময়ে গুরুতর আহত তিনজনকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পিকআপটির চালক পালিয়ে গেছে।