টাঙ্গাইলে একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছে তিন বোন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/05/01/ttaanggaailer-tin-bon.jpg)
টাঙ্গাইলে এসএসসি পরীক্ষা দেওয়া তিন বোন। ছবি : বাসস
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় আপন তিন বোন চলতি এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছেন। রোববার (৩০ এপ্রিল) সকাল থেকে শুরু হওয়া পরীক্ষায় তারা উপজেলার সখীপুর পিএম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে অংশ নিচ্ছেন। উপজেলার সখীপুর পিএম পাইলট মডেল সরকারি স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন তারা।
পরীক্ষার্থীরা হলেন—বড় বোন সুমাইয়া ইসলাম, মেজো বোন সাদিয়া ইসলাম ও ছোট বোন রাবিয়া ইসলাম। তারা সখীপুর পৌর শহরের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা শফিকুল ইসলামের মেয়ে।
এ বিষয়ে সখীপুর পিএম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাইয়ুম হোসাইন বলেন, ‘ওই তিনবোনই মেধাবী শিক্ষার্থী। এর আগে তারা প্রাথমিক সমাপনী ও জেএসসি পরীক্ষায় ভালো ফলাফল করেছে। এবারের পরীক্ষায়ও তারা কৃতিত্বের ধারাবাহিকতা রাখবে বলে আশা করছি।’