টিকা নিয়েও করোনা আক্রান্ত জয়নুল আবদিন ফারুক, হাসপাতালে ভর্তি
দুই ডোজ টিকা নেওয়ার পরও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ রোববার জয়নুল আবদিন ফারুকের মেয়ে নোয়াখালীর সেনবাগ উপজেলা বিএনপির সভাপতি তামান্না ফারুক থীমা গণমাধ্যমকে এ তথ্য জানান।
তামান্না ফারুক বলেন, ‘গতকাল শনিবার বাবার শরীরে করোনার উপসর্গ দেখা দিলে নোয়াখালীতে টেস্ট করা হয়। তাঁর রিপোর্ট পজিটিভ আসায় তাঁকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।’
জয়নুল আবদিন ফারুক সস্ত্রীক গত ২০ ফেব্রুয়ারি প্রথম ডোজ এবং ২০ এপ্রিল দ্বিতীয় ডোজের টিকা নেন।
গত সপ্তাহে জয়নুল আবদিন ফারুকের গ্রামের বাড়ির কর্মচারীদের মধ্যে দুজন করোনায় আক্রান্ত হয়েছিলেন বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শায়রুল কবির খান।