টেকনাফে সাড়ে ১২ কোটি টাকার আইস জব্দ

কক্সবাজারের টেকনাফে আড়াই কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে কোস্ট গার্ড। যার বাজারমূল্য প্রায় ১২ কোটি ৫০ লাখ টাকা বলে জানা গেছে। তবে এ সময় কাউকে আটক করতে পারেননি কোস্ট গার্ড সদস্যরা।
আজ শুক্রবার ভোরে টেকনাফ সদর ইউনিয়নের দরগাহছড়া মেরিনড্রাইভ এলাকা থেকে এই ভয়ঙ্কর মাদক আইস জব্দ করা হয়।
বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এসব তথ্য জানান।
লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এম নাঈম উল হকের নেতৃত্বে একটি বিশেষ অভিযান চালানো হয়। এ সময় এক ব্যক্তিকে সাগরপাড় থেকে ব্যাগ হাতে ঝাউবনের দিকে আসতে দেখেন কোস্ট গার্ডের সদস্যেরা। গতিবিধি সন্দেহজনক দেখে তাকে থামতে ওই ব্যক্তি হাতে থাকা ব্যাগ ফেলে দৌড়ে লোকালয়ে পালিয়ে যায়। ওই ব্যাগ থেকে দুই কেজি ৫০০ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করা হয়।’
জব্দ করা আইস টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান আব্দুর রহমান।