ডিআরইউর নেতৃত্বে আজাদ-রিয়াজ
ঢাকায় কর্মরত পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপদি পদে রফিকুল ইসলাম আজাদ ও সাধারণ সম্পাদক পদে রিয়াজ চৌধুরী নির্বাচিত হয়েছেন। এই কমিটি আগামী এক বছর নেতৃত্বে থাকবে।
আজ শনিবার রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে। সন্ধ্যার পর নির্বাচন কমিশনার এই ভোটের ফলাফল প্রকাশ করেন। এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ছিল এক হাজার ৬৩৫ জন।
সভাপতি রফিকুল ইসলাম আজাদ ৫৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহনেওয়াজ দুলাল পেয়েছেন ৪৮৯ ভোট।
অপরদিকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত রিয়াজ চৌধুরী মোট ৫৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নুরুল ইসলাম হাসিব পেয়েছেন ৫৬৫ ভোট। রিয়াজ মাত্র দুই ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন।
সহসভাপতির একটি পদে জয়লাভ করেছেন নজরুল কবির। তিনি পেয়েছেন ৪৮৮ ভোট।
যুগ্ম সম্পাদক পদে জয়লাভ করেছেন হেলিমুল আলম বিপ্লব (৮৫১ ভোট) আর সাংগঠনিক সম্পাদক পদে জয় পেয়েছেন হাবিবুর রহমান (৬৪৮ ভোট)।
আজ সকালে ভোটগ্রহণ শুরুর দিকে ভোটারদের উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভোটারদের সংখ্যা। ভোটার ও প্রার্থীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় ডিআরইউ প্রাঙ্গণে। বিকেলে শান্তিপূর্ণ ভোটপর্ব শেষে গণণা শুরু হয়।
২০২০ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী পরিষদের মোট ২১টি পদে প্রার্থীরা এবার প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
এর মধ্যে অর্থ সম্পাদক পদে জিয়াউল হক সবুজ কোনো প্রতিযোগী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। একই ঘটনা ঘটেছে নারীবিষয়ক সম্পাদক পদের ক্ষেত্রে। এই পদে বিনাভোটে জিতেছেন রীতা নাহার। এ ছাড়া প্রার্থী না থাকায় লড়াই ছাড়াই জয় পেয়েছেন আপ্যায়ন সম্পাদক এইচ এম আকতার ও কল্যাণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ।
এ ছাড়া আজ ভোটের ফলাফলে দপ্তর সম্পাদক পদে মো. জাফর ইকবাল (৬৪৫ ভোট), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মাইদুর রহমান রুবেল (৬৪৩ ভোট), তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে সাখাওয়াত হোসেন সুমন (৬৯৬ ভোট) জয়লাভ করেছেন।
ক্রীড়া সম্পাদক পদে মো. মজিবুর রহমান (৭০৩ ভোট), সাংস্কৃতিক সম্পাদক পদে মিজান চৌধুরী (৬৬৫ ভোট) জয়ের স্বাদ পেয়েছেন।
এর বাইরে কার্যনির্বাহী সদস্যের সাতটি পদে জয়লাভ করেছেন- মঈনুল আহসান (৭৬২ ভোট), এস এম মিজান (৭৫৯ ভোট), আহমেদ মুশফিকা নাজনীন (৭২৫ ভোট), কামরুজ্জামান বাবলু (৬৯৯ ভোট), মো. ইমরান হাসান মজুমদার (৫৯৫ ভোট), এম মুরাদ হোসেন (৫৬১) ও সায়ীদ আবদুল মালিক (৪৯১)।