ডিইউজের নির্বাচনে কাদের গনি ও শহিদুল পুনরায় নির্বাচিত
ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজের (একাংশ) দ্বিবার্ষিক নির্বাচনে কাদের গনি চৌধুরী সভাপতি ও মো. শহিদুল ইসলাম সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত নির্বাচনে ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিটির চেয়ারম্যান কায়কোবাদ মিলন এই ফল ঘোষণা করেন।
নির্বাচিত অন্যরা হলেন সহসভাপতি শাহিন হাসনাত, বাছির জামাল ও রাশেদুল হক। এ ছাড়া সাতটি সম্পাদকীয় পদের মধ্যে তিনজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তাঁরা হলেন যুগ্ম সম্পাদক মো. শাহজাহান সাজু, সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আলম এবং ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক আবুল কালাম।
মুহাম্মদ আনোয়ারুল হক (গাযী আনোয়ার) কোষাধ্যক্ষ, খন্দকার আলমগীর হোসাইন প্রচার সম্পাদক, দেওয়ান মাসুদা সুলতানা জনকল্যাণ সম্পাদক ও ডিএম আমিরুল ইসলাম অমর দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হন।
নির্বাহী পরিষদের সদস্যপদে নির্বাচিত হয়েছেন সাতজন। তাঁরা হলেন রফিক মুহাম্মদ, শহীদুল ইসলাম, খন্দকার হাসনাত করিম, জেসমিন জুঁই, আবুল হোসেন খান মোহন, কাজী তাজিম উদ্দিন, রফিক লিটন ও মো. আবদুল হালিম।
ডিইউজের দুই হাজার ৩৭৭ সদস্যের মধ্যে এক হাজার ৪৬৮ জন ভোট প্রদান করেন। শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। নির্বাচিত কমিটি আগামী দুই বছরের জন্য ডিইউজের নির্বাহী কমিটির দায়িত্ব পালন করবে। ফল ঘোষণার পর অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজী।