ডিবির পর নায়ক ইমনকে র্যাবের জিজ্ঞাসাবাদ
পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার পর এবার চিত্রনায়ক মামনুন হাসান ইমনকে জিজ্ঞাসাবাদ করছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ মঙ্গলবার সন্ধ্যায় র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেন।
খন্দকার আল মঈন বলেন, ‘সাম্প্রতিক মাহিয়া মাহি ও মুরাদ হাসানের একটি অডিও ক্লিপ ফাঁসের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চিত্রনায়ক মামনুন হাসান ইমনকে র্যাব সদরদপ্তরে ডাকা হয়েছে। এ বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে।’
এদিকে গতকাল সোমবার রাতে ও আজ মঙ্গলবার দুপুরে চিত্রনায়ক মামনুন হাসান ইমন ডিএমপির ডিবির কার্যালয়ে গিয়েছিলেন। ইমনের দাবি, তাঁর মুঠোফোনে অপরিচিত অনেক নম্বর থেকে কল আসছে। এই তথ্য জানাতেই তিনি ডিবি কার্যালয়ে গিয়েছেন।
আজ মঙ্গলবার বিকেল ৩টা ২০ মিনিটে ইমন এনটিভি অনলাইনকে বলেছিলেন, ‘ফোনকলে অতিষ্ঠ হয়ে আমি পুনরায় ডিবিতে এলাম। ৩০ মিনিট আগে এখানে এসেছি। গতকাল রাতে যখন ডিবিতে গিয়েছিলাম, তখন আমাকে বলা হয়েছিল; কোনো ঝামেলা বোধ করলেই যেন তাদেরকে জানানো হয়। আমি সকালে ডিবিতে ফোন দিলাম। তখন আমাকে সামনা-সামনি গিয়ে বিষয়টি ভালো করে জানাতে বলা হল। সেজন্য আবার গিয়েছি। দেশি-বিদেশি নানা নম্বর থেকে আমার মোবাইলে কল আসছে। কিন্তু, আমি সেসব ফোনকল ধরিনি।’
এর আগে সোমবার রাতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও চিত্রনায়িকা মাহিয়া মাহির সম্প্রতি ফাঁস হওয়া ফোনালাপের ঘটনাকে কেন্দ্র করে মামনুন হাসান ইমনকে জিজ্ঞাসাবাদ করে ডিবি।
জিজ্ঞাসাবাদের ব্যাপারে জানতে চাইলে আজ মঙ্গলবার সকালে ডিবির যুগ্ম কমিশনার (উত্তর) হারুন অর রশিদ এনটিভি অনলাইনকে বলেছিলেন, ‘ইমনকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁর কাছে ফাঁস হওয়া ফোনালাপের বিষয়ে জানতে চাওয়া হয়েছে। পরে রাতেই তাঁকে ছেড়ে দেওয়া হয়।’