ডোবায় মা ও দুই শিশুসন্তানের লাশ
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ভরনিয়া শিয়ালডাঙ্গী গ্রামে বাড়ির পাশে ডোবা থেকে মা, ছেলে ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকালে স্থানীয়রা বাড়ির পাশের ডোবায় মরদেহগুলো দেখে রানীশংকৈল থানায় খবর দেন। পুলিশ গিয়ে মরদেহগুলো উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা বিষপানে মৃত্যুবরণ করেছে।
মৃত ব্যক্তিরা হলেন ভরনিয়া শিয়ালডাঙ্গী গ্রামের আকবর আলীর স্ত্রী আরিজা বেগম (৩৫), তাঁদের সন্তান আঁখি আক্তার (১২) ও আরাফাত হোসেন (৫)।
রানীশংকৈলের ধর্মগড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল বলেন, ‘আকবর আলী ঋণগ্রস্ত ছিলেন। এ জন্য তাঁদের সংসারে মাঝেমধ্যে ঝামেলা হতো। প্রায় সময় আরিজা আকবরের বাড়িতে থাকতে চাইতেন না। মরদেহ দেখে মনে হচ্ছে বিষ খেয়ে মারা গেছে। তবে মরদেহ ডোবায় দেখে রহস্যজনক মনে হচ্ছে।’
রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাহিদ ইকবাল বলেন, ‘মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত চলছে। আশা করি, দ্রুত সময়ে প্রকৃত ঘটনা জানা যাবে।’