ড. ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতে আরো মামলা
শ্রম আইনের বিধান না মানায় গ্রামীণ কমিউনিকেশনসের চেয়ারম্যান নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।
আজ বৃহস্পতিবার আদালতের অফিস সহকারী মো. জামাল উদ্দিন এ বিষয়ে এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ৫ জানুয়ারি ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক রহিবুল ইসলামের আদালতে এ মামলা করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রম পরিদর্শক (সাধারণ) তরিকুল ইসলাম।
জামাল উদ্দিন বলেন, মামলায় ইউনূস ছাড়াও গ্রামীণ কমিউনিকেশনসের ব্যবস্থাপনা পরিচালক নাজনীন সুলতানা, পরিচালক আ. হাই খান ও উপমহাব্যবস্থাপক (জিএম) গৌরি শংকরকে বিবাদী করা হয়েছে।
গত বছরের ৯ অক্টোবর গ্রামীণ কমিউনিকেশন্সের চাকরিচ্যুত তিন কর্মী ড. ইউনূসের বিরুদ্ধে পৃথক তিনটি ফৌজদারি মামলা করেন। সে মামলায় আদালত ড. ইউনুসকে আদালতে হাজির হতে নির্দেশ দেন। কিন্তু আদালতের আদেশ আমান্য করায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এরপর একই আদালতে গত বছরের ৩ নভেম্বর আদালতে আত্মসমর্পণ করে জামিন পান তিনি।