ঢাকায় গণপরিবহণ সংকট, ভোগান্তিতে যাত্রীরা
পুলিশ ও বিএনপি নেতাদের মধ্যে বুধবারের সংঘর্ষের পর উত্তেজনা ও সহিংসতার আশঙ্কার কারণে বৃহস্পতিবার ঢাকায় গণপরিবহণের চলাচল তুলনামূলক কম ছিল। ফলে সাধারণ যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। গণপরিবহণ না থাকায় দীর্ঘক্ষণ সড়কে অপেক্ষা করতে দেখা গেছে যাত্রীদের।
রইচ পরিবহণের লাইনম্যান মো. হিরন জানান, যাত্রী সংখ্যা কম থাকায় বিভিন্ন রুটে চলাচলকারী তাদের ৪০টি বাসের মধ্যে ২০-২৫টি চলাচল করছে।
বেসরকারি পরিবহণ সংস্থা ‘আলিফ পরিবহণ’-এর অপারেশন ম্যানেজার মো. আশরাফ গণমাধ্যমকে বলেন, ‘প্রতিদিন এজেন্সির প্রায় ২৫০টি বাস রাজধানীর বিভিন্ন সড়কে চলাচল করলেও, আজ সকাল থেকে এ সংখ্যা ছিল ১৩০-১৩৫টি।’
সাধারণ দিনের তুলনায় সড়কে যাত্রী ও সাধারণ মানুষের সংখ্যাও কম ছিল উল্লেখ করে মো. আশরাফ বলেন, ‘কোনো জরুরি কাজ ছাড়া সাধারণ মানুষ ঘর থেকে বের হচ্ছে না। সকাল থেকেই যাত্রীর সংখ্যাও কম ছিল।’
ডিএমপির ট্রাফিক পুলিশের যুগ্ম কমিশনার (উত্তর) আবু সালেহ মো. রায়হান বলেন, ‘আজ রাজধানীর বিভিন্ন স্থান (যানজটপ্রবণ এলাকা) যানজট মুক্ত। অন্য যেকোনো দিনের তুলনায় আজ সড়কে গণপরিবহণের সংখ্যাও কম।’