ঢাকা উত্তর আ.লীগ সভাপতির স্ত্রী সেলিনা রহমান মারা গেছেন
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের স্ত্রী সেলিনা রহমান মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। আজ সোমবার ভোরে রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হলেও পরে সুস্থ হন তিনি। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক সহ-প্রচার সম্পাদক আজিজুল হক রানা এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আজিজুল হক রানা জানান, ‘প্রায় ৪০ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সেলিনা রহমান। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তিনি। ১০ থেকে ১২ দিন আগে তাঁর করোনার দ্বিতীয় ও তৃতীয় দফার টেস্টের রেজাল্ট নেগেটিভ আসে। করোনা থেকে মুক্ত হওয়ার পর তাঁর ফুসফুসে ইনফেকশন ছিল, লাংসে ইনফেকশন ছিল।’
আজ বাদ জোহর জানাজার পর সেলিনা রহমানকে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয় বলে জানান আজিজুল হক রানা।
সেলিনা রহমান তাঁর স্বামী ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
এদিকে সেলিনা রহমানের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।