ঢাকা জজ কোর্ট থেকে পালিয়েছে হত্যা মামলার আসামি
পুরান ঢাকার জজ কোর্টের হাজতখানা থেকে পালিয়েছে কলেজছাত্র মুনসের আলী মুন্না হত্যা মামলার আসামি বাদশা মিয়া। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের হাজতখানা থেকে পালিয়ে যায়।
এ বিষয়ে ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের আদালত পরিদর্শক মতিয়ার রহমান মিঞা গণমাধ্যমকে বলেন, আজ বৃহস্পতিবার বেলা ১১টায় বাদশা মিয়া নামের এক আসামি পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।
আজ ঢাকার জেলা ও দায়রা জজ আদালতে সাভার বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র মুন্না হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ ছিল। এ মামলায় ছয় আসামির মধ্যে বাদশা মিয়া ও লাল মিয়া কারাগারে ছিল। আজ তাদের কারাগার থেকে আদালতে হাজির করা হয় এবং তাদের জেলা ও দায়রা জজ আদালতের হাজতখানায় রাখা হয়।
পরে ঢাকার ৮ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দা মিনহাজ উম মুনীরার আদালতে তাদের শুনানির সময় নেওয়া হয়। আদালতে নেওয়ার পর মামলার সাক্ষ্য না হওয়ায় তাদের পুনরায় হাজতখানায় নিয়ে আসছিল পুলিশ। হাজতখানায় আসার সময় আদালতের তৃতীয় তলায় এলে বাদশা মিয়া এক পুলিশ কনস্টেবলের হাত থেকে ছুটে পালিয়ে যায়।