ঢাকা দক্ষিণ যুব মহিলা লীগের সভাপতি ঝুমা আর নেই
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/12/24/jubo.jpg)
যুব মহিলা লীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ফরিদা ইয়াসমিন ঝুমা আজ মঙ্গলবার বিকেলে মারা গেছেন। ছবি : সংগৃহীত
যুব মহিলা লীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ফরিদা ইয়াসমিন ঝুমা আর নেই। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।
আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে ঢাকার যাত্রাবাড়ীতে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)
ঝুমার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ঝুমার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমাবেদনা প্রকাশ করেছেন।
সংগঠনের সহদপ্তর সম্পাদক পারভীন খানম মিশু এনটিভি অনলাইনকে বলেন, দীর্ঘদিন ধরে ঝুমা অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার তাঁর মৃত্যুর সংবাদ শুনেছি। তিনি যুব মহিলা লীগের একজন একনিষ্ঠ নেত্রী ছিলেন। তাঁকে হারিয়ে সংগঠনের অপূরণীয় ক্ষতি হয়েছে।
ফরিদা ইয়াসমিন ঝুমার ছোট্ট এক কন্যা সন্তান রয়েছে।